Skip to main content

Posts

বসুন্ধরা গ্রুপের চাকরির বিজ্ঞাপন

  শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের  ফ্লাওয়ার মিলে ০৮টি পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ

ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস 2021ভবিষ্যতাবাণী।

ভবিষ্যতবাণীর জন্য এখনও বিশ্ববাসীকে নাড়া দেন ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি মোট ৯৪২টি ভবিষ্যতাবাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গিয়েছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যবাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনও বিতর্ক রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যতবাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তাঁর ভবিষ্যতবাণী নাকি আরও ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ার দাবি, ২০২১ সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যতবাণী ছিল, রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে।উল্লেখ্য, বিজ্ঞানী মহলের একাংশের দাবি, পৃথিবী ধ্বংসের আগে ঘন ঘন প্রকৃতিক বিপর্যয়, দুর্বিক্ষ, মহামারী, ভূমিকম্প হবে। করোমা মহামারীর পরও পৃথিবীতে বিশাল খাবারের সংকট হতে পারে বলে মনে করছে কোনও কোনও মহল।গোটা পৃথিবীতে বর্তমানে ৫০ শতাংশ মানুষ বসাবস করেন সমুদ্র উপকূলবর্তি এলাকায়। এখন যেভাবে উষ্ণায়ণ হচ্ছে তাতে রোজই বাড়ছে সমুদ্রের জলস্তর। ফলে কোনও একটা সময় উপকূলবর্তি অঞ্চল সমুদ্রের জলে ডুবে যাওয়াও অসম্ভব কিছু

আসছে আরো ভয়ঙ্কর ভাইরাস দুইটি ।

করো'নাভাই'রাস বা কোভিড-১৯ মহামা'রি নিয়ে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। ভাই'রাসটিতে এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ মানুষ আ'ক্রান্ত হয়েছেন। মা'রা গেছেন মা'রা গেছেন ৪ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। কিন্তু গবেষকদের তথ্য বলছে, করো'নাভাই'রাসের চেয়ে ভ'য়ংকর একাধিক মা'রণ ভাই'রাস রয়েছে পৃথিবীতে। যা খুব সহযেই ছড়িয়ে পড়তে পারে। এর আগে ১৯১৮ থেকে ১৯১৯ সালে এমন একটি মহামা'রি দেখা দিয়েছিল। ইনফ্লুয়েঞ্জা ভাই'রাসের আক্রমণে তখন বিশ্বব্যাপী প্রায় ৫ কোটি মানুষ মা'রা গিয়েছিল। শক্তিশালী এসব ভাই'রাস বর্তমান সময়ে ছড়িয়ে পড়লে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে সারা বিশ্বে পৌঁছে যাবে এবং প্রায় ৮ কোটি মানুষের মৃ'ত্যু হতে পারে। বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক এক প্রধান এ আশ'ঙ্কা করেছিলেন বেশ কয়েক মাস আগে। তার সতর্ক বার্তা নিয়ে দ্য গ্লোবাল প্রিপেয়ার্ডনেস মনিটরিং বোর্ড (জিপিএমবি) এর ‘এ্যা ওয়ার্ল্ড এট রিক্স’ শিরোনামে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এ সতর্ক বার্তা দেয়া হয়েছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে জিপিএমবি তাদের এ গবেষণা রিপোর্ট প্রকাশ করা হয়। তখন যু'ক্তরাষ্ট্রভিত্তিক সংবাদম

সাবরিনা স্ক্যান্ডাল জরানোর ভিডিও।

করো'নার নমুনা পরীক্ষায় প্রতারণা মা'মলায় জেকেজি’র চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। প্রতারণার জন্য তিনি নিতেন নানা ছলচাতুরির আশ্রয়। সরকারের কাছ থেকে বিনা মূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নেওয়া এবং নমুনা পরীক্ষা ছাড়াই ভু'য়া সনদ জালিয়াতি করার অ'ভিযোগে গ্রে'প্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা চৌধুরীর মোবাইল ফোন চেক করে অনেক মেসেজ পেয়েছে পু'লিশ। প্রতিটি মেসেজের শুরুতেই সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান দাবি করেন বলে তাঁকে জিজ্ঞাসাবাদকারী ঢাকা মহানগর পু'লিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানিয়েছেন। ত'দন্তে পাওয়া একটি ম্যাসেজে, সাবরিনা লিখেছেন, ‘সুমন আমি জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা বলছি। তুমি খুব কিউট। আমা'র প্রতিনিধি পাঠাচ্ছি। করো'না নমুনা সংগ্রহ করতে সব ধরনের সহযোগিতা কর।’এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ গণমাধ্য

This time Al-Aqsa announced the liberation of the mosque.

Recently, the historic site of Hagia Sophia in Turkey has been converted back into a mosque. History says that this installation was built in 538 AD.  After a long period of use as a church, it was converted into a mosque in 1453.  Then in 1934 it was declared a museum by the then Turkish government.  After a legal battle, the court ruled that Hajia Sophia is now a mosque again.  Turkish President Recep Tayyip Erdogan has announced the salvation of the Al-Aqsa Mosque, the third holiest site for Muslims, after the historic Hagia Sophia was converted into a mosque.  This information was found in the report of Jerusalem Post, Islamic Information.  According to the Turkish president's website, the journey to liberate the Al-Aqsa Mosque has begun with the restoration of Hagia Sophia as a mosque.  The restoration of Hajiya Sophia is the first step in reviving the hopes of Muslims and oppressed people.  It should be noted that Hagia Sophia was built in 536 AD during the reign of Justinia

সাহেদ গ্রে'ফতারের হেলিকপ্টার আনা হচ্ছে ।

গ্রে'ফতারের পর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে বহুল আ'লোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মা'মলার প্রধান আ'সামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে। তাকে বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অ'বৈধ অ'স্ত্রসহ সাহেদ করিমকে গ্রে'ফতার করে র‌্যা'­ব। র‌্যা'­বের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, সাহেদ ভা'রতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। সাতক্ষীরার দেবহাটা উপজে'লার কোম'রপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত থেকে আনুমানিক ৫.০০ থেকে ৫.৩০ এর দিকে তাকে গ্রে'প্তার করা হয়। এর আগেও একবার একই সীমান্ত দিয়ে ভা'রতে পালিয়েছিলো সাহেদ। সকাল নয়টার দিকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হবে। এর আগে রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রে'প্তার করে র‌্যা'­ব। মঙ্গলবার বিকালে গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রে'প্তার করা হয়। গত ৬ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতা'লে ভু'য়া করো'না টেস্টের অ'ভিযোগে র‌্যা'­বের নির্বাহী ম্যাজি

In India, 71 people were infected with the corona virus every minute

A woman locked herself in the house even though she did not have the symptoms of Koro 'Navai' Ras.  But even then, in just 1 minute, he spread karona on the bodies of 61 people!  The Indian media has reported such shocking news.  According to the report, the woman kept herself under house arrest after returning from outside.  He did not even leave his apartment.  He was also bringing food with orders from outside.  But he did not know that the brother's house had taken up residence in his body.  But after changing the elevator, everything changed.  Infection spreads faster than that to others.  In just 60 seconds, he spread karona on the bodies of 61 people!

আয়ু বাড়ার ঔষধ আবিষ্কার।

যু'ক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের একটি গবেষণায় উঠে এসেছে এমন একটি ওষুধ, যা সেবন করলে বাড়তে পারে মানুষের আয়ু।‘জার্নাল অব জেরোনটোলজি : বায়োলজিক্যাল সায়েন্সেস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে শুক্রবার (১০ জুলাই) এসব তথ্য জানানো হয়। সায়েন্স ডেইলি যু'ক্তরাষ্ট্রের ইউনিভা'র্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডর্নসাইফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের গবেষকরা এ বিষয়ক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদন অনুযায়ী, ল্যাবরেটরিতে দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের আয়ু বাড়াতে সক্ষম হয়েছে মিফপ্রিস্টন নামে নতুন উদ্ভাবিত একটি ওষুধ। এই আবিষ্কার মানুষ ও অন্যান্য প্রজাতির প্রা'ণীর ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য আনতে পারে। কখনও ক্যান্সার নিরাময়ের কাজেও এই ওষুধ ব্যবহার করা হয়।টাওয়ার ও তার দল ল্যাবরেটরিতে দেখেছেন, স্ত্রী' ড্রসফিলা মাছিকে মিফপ্রিস্টন নামে ওষুধটি খাওয়ানোর পর প্রজননে অংশ নেয়া স্ত্রী' মাছির সেক্স পেপটাইড পদার্থটি নিষ্ক্রিয় হয়ে যায়। এর ফলে মাছি আরও স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং অ'পেক্ষাকৃত দীর্ঘদিন বেঁচে থাকে। বিজ্ঞানীরা বলছেন, মিফপ্রিস্টন মাছির শরীরে যা করেছে, তার অনেকাংশ কাজ