Skip to main content

বসুন্ধরা গ্রুপের চাকরির বিজ্ঞাপন

  শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের  ফ্লাওয়ার মিলে ০৮টি পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ

ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস 2021ভবিষ্যতাবাণী।


ভবিষ্যতবাণীর জন্য এখনও বিশ্ববাসীকে নাড়া দেন ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি মোট ৯৪২টি ভবিষ্যতাবাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গিয়েছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যবাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনও বিতর্ক রয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যতবাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তাঁর ভবিষ্যতবাণী নাকি আরও ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ার দাবি, ২০২১ সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যতবাণী ছিল, রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে।উল্লেখ্য, বিজ্ঞানী মহলের একাংশের দাবি, পৃথিবী ধ্বংসের আগে ঘন ঘন প্রকৃতিক বিপর্যয়, দুর্বিক্ষ, মহামারী, ভূমিকম্প হবে। করোমা মহামারীর পরও পৃথিবীতে বিশাল খাবারের সংকট হতে পারে বলে মনে করছে কোনও কোনও মহল।গোটা পৃথিবীতে বর্তমানে ৫০ শতাংশ মানুষ বসাবস করেন সমুদ্র উপকূলবর্তি এলাকায়। এখন যেভাবে উষ্ণায়ণ হচ্ছে তাতে রোজই বাড়ছে সমুদ্রের জলস্তর। ফলে কোনও একটা সময় উপকূলবর্তি অঞ্চল সমুদ্রের জলে ডুবে যাওয়াও অসম্ভব কিছু নয়। ২০২১ সালে যুদ্ধ লাগবে, গ্রহাণু ধেয়ে আসবে পৃথিবীর দিকে, তার জেরে ঘটবে প্রাকৃতিক বিপর্যয়ও।তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। কৌতূহলের অন্ত নেই। ষোড়শ শতকের ফরাসি এই দার্শনিকের সম্বন্ধে যতটুকু যা-ই জানা যাক, বিভিন্ন বিষয়ে তাঁর রেখে যাওয়া ভবিষ্যদ্বাণী নিয়ে কিন্তু প্রচুর চর্চা হয়। যা শুরু হয়ে গিয়েছে আসন্ন বছর নিয়েও। জানা যাচ্ছে, ২০২১ নিয়ে করা তাঁর প্রেডিকশনগুলি। এবং যা জেনে ক্রমশ ভীতসন্ত্রস্ত হচ্ছেন বিশ্ববাসীসাঙ্ঘাতিক সব কথাবার্তা বলে গিয়েছেন ষোড়শ শতকের এই ফরাসি দার্শনিক। বলেছেন, ২০২১ সালেই লেগে যাবে এক মহাযুদ্ধ। যা হবে এ গ্রহের তৃতীয় বিশ্বযুদ্ধ (The outbreak of World War 3) ।পৃথিবীর কক্ষপথে নাকি প্রবেশ করবে এক গ্রহাণু। প্রবেশের পরে গ্রহাণুটি মারাত্মক আকার ধারণ করবে। আকাশে এই দৃশ্যটি 'গ্রেট ফায়ার' এর মতো হবে (Solar flares)! সেই গ্রহাণু পৃথিবীতে আঘাত করবে। সেই আঘাত ঘটাবে ভূমিকম্প এবং আরও নানা প্রাকৃতিক বিপর্যয় (natural cataclysms)।এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও আছে তাঁর মতামত। বিশ্বরাজনীতি নিয়ে এমন কথা বলেছেন, যা প্রকারান্তরে Brexit-এর দিকেই ইঙ্গিত করে। বলেছেন, Quantum Computing and Artificial Intelligence-এর ক্ষেত্রে ব্রিটেন (Britain) পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে।

Comments

Popular posts from this blog

In India, 71 people were infected with the corona virus every minute

A woman locked herself in the house even though she did not have the symptoms of Koro 'Navai' Ras.  But even then, in just 1 minute, he spread karona on the bodies of 61 people!  The Indian media has reported such shocking news.  According to the report, the woman kept herself under house arrest after returning from outside.  He did not even leave his apartment.  He was also bringing food with orders from outside.  But he did not know that the brother's house had taken up residence in his body.  But after changing the elevator, everything changed.  Infection spreads faster than that to others.  In just 60 seconds, he spread karona on the bodies of 61 people!

A cup of coffee can be found at the price Oxford vaccine

A deadly crisis has created a terrible crisis around the world. Vaccines are the only way to get rid of this virus. That's why scientists are working hard to make a vaccine. Scientists from different countries are conducting research on the Corona vaccine. However, the vaccine made by Oxford is still ahead in the race for the vaccine. The University of Oxford in the United Kingdom and the pharmaceutical giant AstraZeneca are in the third phase of a trial for a possible vaccine called 'Navavirus'. In the meantime, agreements have been reached with several companies for commercial production. There is no end to people's interest in knowing how long it will take for this vaccine to hit the market after successfully passing all the tests. However urgent, researchers say the Oxford vaccine is unlikely to hit the market six months in advance. However, a recent report in The Economist states that the results of the third phase of the Oxford vaccine will be known by th...