Skip to main content

বসুন্ধরা গ্রুপের চাকরির বিজ্ঞাপন

  শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের  ফ্লাওয়ার মিলে ০৮টি পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ

ফা‌ইভ পাশ মাছ ব্যবসায়ী করেন সিজার অপারেশন।




প্রাথমিকের গণ্ডি পেরিয়েছে অনেক ক'ষ্টে। ভর্তি হওয়া হয়নি মাধ্যমিকে। মাছের ব্যবসা আছে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে। রয়েছে নিজ মালিকানাধীন একটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। তবে পিলে চ'মকানোর বিষয় হলো চিকিৎসক পরিচয়ে ওই ক্লিনিকে নিজেই প্রসূতি মায়েদের সিজার করতেন মাছ ব্যবসায়ী মোস্তফা কামাল (৩৬)।

গো'পন খবরের ভিত্তিতে ৯ জুলাই বৃহস্পতিবার মোস্তাফা কামালের মালিকানাধীন ‘মহিমা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার’ এ যৌথ অ'ভিযান চালায় জে'লা প্রশাসন ও র‌্যা'­ব-৮।

পিরোজপুর জে'লা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমা'র চৌধুরী জানান, প্রাইভেট ওই ক্লিনিকের মালিক নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছেন। এমনকি তিনি নিজে প্রসূতি মায়ের সিজার অ'পারেশন করতেন। এছাড়া ভু'য়া চিকিৎসক দ্বারা পরিচালিত হত ক্লিনিকটি। ক্লিনিকের অ'পারেশন থিয়েটারটি নামে মাত্র। বসবাসের জায়গা হিসেবে ব্যবহার হতো অ'পারেশন থিয়েটার। অ'ভিযান চালিয়ে সেখানে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন ওষুধও পাওয়া গেছে।

চিকিৎসক সেজে মানুষের সাথে প্রতারণার অ'প'রাধে মোস্তাফা কামালকে ৩ মাসের কারাদ'ণ্ড ও ৩০ হাজার টাকা জ'রিমানা করেছে ভ্রাম্যমাণ আ'দালত।মাছ ব্যবসায়ী মোস্তফা কামালের ব্যাপারে প্রশাসনকে তথ্য দেয় অ'পর ভু'য়া চিকিৎসক আমির হোসেন ভূইয়া। কামালের আগে তাকে আ'ট'ক করে র‌্যা'­ব। তার দেয়া তথ্য অনুযায়ী, মহিমা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার সেন্টার ও সৌদি প্রবাসী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রাইভেট হাসপাতা'লে অ'ভিযান চালায় র‌্যা'­ব।

ভ্রাম্যমাণ আ'দালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমা'র চৌধুরী জানান, স্থানীয়দের অ'ভিযোগের প্রেক্ষিতে মঠবাড়িয়া উপজে'লার সাফা বন্দরে হাজী আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিকে অ'ভিযান চালানো হয়। সেখান থেকে আ'ট'ক করা হয় ভু'য়া চিকিৎসক আমিন হোসেন ভূইয়াকে (২২)। ভু'য়া সনদপত্র দেখিয়ে ওই হাসপাতা'লে মেডিকেল অফিসার পদে চাকরি নিয়েছিল নোয়াখালী জে'লার শাহাজাদপুর উপজে'লার আবুল খায়ের মিয়ার ছে'লে আমির হোসেন। এএইচ ভূইয়া (সুজন) নাম ধারন করে সে গাইনোকোলজিস্ট হিসেবে রোগী দেখার পাশাপাশি সিজার সহ বিভিন্ন অ'পারেশন করে আসছিল। পাশাপাশি মঠবাড়িয়া উপজে'লার বিভিন্ন প্রাইভেট হাসপাতা'লে ‘অন কল’ চিকিৎসক হিসেবে অ'পারেশন করতো।

অ'প'রাধ স্বীকার করে নেয়ায় আমির হোসেনকে ৬ মাসের কারাদ'ণ্ড ও হাজী আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিককে ১০ হাজার টাকা জ'রিমানা করা হয়েছে।এছাড়া ভু'য়া চিকিৎসক দিয়ে অ'পারেশন করানোর অ'প'রাধে সৌদি প্রবাসী হাসাপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জ'রিমানা করা হয়েছে।

Comments

Popular posts from this blog

সার্টিফিকেট ছাড়া চর্ম রোগের ডাক্তার

চর্ম ও যৌ'ন বিশেষজ্ঞ হিসেবে গত তিন বছর ধরে চিকিৎসা সেবা দিচ্ছেন। রোগীও আসেন তার চেম্বারে। কিন্তু নিজের না আছে বিশেষ কোনো ডাক্তারি বিদ্যা কিংবা সনদ। না আছে প্রাতিষ্ঠানিক কোনো অনুমোদন। তবুও তিন বছর ধরে ‘বিশেষজ্ঞ ডাক্তার’ হিসেবে পরিচিত ডেম'রা থা'নাধীন এসএইচএস হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিকের চেয়ারম্যান শওকত হোসেন সুমন। তবে শেষ রক্ষা হয়নি। পু'লিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যা'­ব) হাতে ধ'রা পড়েছে তার কুকী'র্তি। রোববার (১২ জুলাই) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ওই ডায়াগনস্টিক সেন্টারে অ'ভিযান চালিয়ে তিনজনকে গ্রে'ফতার করে র‌্যা'­ব-৩। সেখানে ভ্রাম্যমাণ আ'দালত পরিচালনা করে তিনজনের জে'ল-জ'রিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলা'শ কুমা'র বসু। গ্রে'ফতাররা হলেন-ভু'য়া চিকিৎসক শওকত হোসেন সুমন, ল্যাব টেকনোলজিস্ট অসীম মণ্ডল ও ফার্মেসি ইনচার্জ কাকন মিয়া। র‌্যা'­ব-৩ জানায়, ডেম'রা থা'নাধীন এসএইচএস হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিকের চেয়ারম্যান শওকত হোসেন সুমন নিজেকে চিকিৎসক ...

ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস 2021ভবিষ্যতাবাণী।

ভবিষ্যতবাণীর জন্য এখনও বিশ্ববাসীকে নাড়া দেন ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি মোট ৯৪২টি ভবিষ্যতাবাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গিয়েছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যবাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনও বিতর্ক রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যতবাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তাঁর ভবিষ্যতবাণী নাকি আরও ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ার দাবি, ২০২১ সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যতবাণী ছিল, রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে।উল্লেখ্য, বিজ্ঞানী মহলের একাংশের দাবি, পৃথিবী ধ্বংসের আগে ঘন ঘন প্রকৃতিক বিপর্যয়, দুর্বিক্ষ, মহামারী, ভূমিকম্প হবে। করোমা মহামারীর পরও পৃথিবীতে বিশাল খাবারের সংকট হতে পারে বলে মনে করছে কোনও কোনও মহল।গোটা পৃথিবীতে বর্তমানে ৫০ শতাংশ মানুষ বসাবস করেন সমুদ্র উপকূলবর্তি এলাকায়। এখন যেভাবে উষ্ণায়ণ হচ্ছে তাতে রোজই বাড়ছে সমুদ্রের জলস্তর। ফলে কোনও একটা সময় উপকূলবর্তি অঞ্চল সমুদ্রের জলে ডুবে যাওয়াও অসম্ভব কিছু ...

সার্টিফিকেট ছাড়া চর্ম রোগের ডাক্তার।

চর্ম ও যৌ'ন বিশেষজ্ঞ হিসেবে গত তিন বছর ধরে চিকিৎসা সেবা দিচ্ছেন। রোগীও আসেন তার চেম্বারে। কিন্তু নিজের না আছে বিশেষ কোনো ডাক্তারি বিদ্যা কিংবা সনদ। না আছে প্রাতিষ্ঠানিক কোনো অনুমোদন। তবুও তিন বছর ধরে ‘বিশেষজ্ঞ ডাক্তার’ হিসেবে পরিচিত ডেম'রা থা'নাধীন এসএইচএস হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিকের চেয়ারম্যান শওকত হোসেন সুমন। তবে শেষ রক্ষা হয়নি। পু'লিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যা'­ব) হাতে ধ'রা পড়েছে তার কুকী'র্তি। রোববার (১২ জুলাই) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ওই ডায়াগনস্টিক সেন্টারে অ'ভিযান চালিয়ে তিনজনকে গ্রে'ফতার করে র‌্যা'­ব-৩। সেখানে ভ্রাম্যমাণ আ'দালত পরিচালনা করে তিনজনের জে'ল-জ'রিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলা'শ কুমা'র বসু। গ্রে'ফতাররা হলেন-ভু'য়া চিকিৎসক শওকত হোসেন সুমন, ল্যাব টেকনোলজিস্ট অসীম মণ্ডল ও ফার্মেসি ইনচার্জ কাকন মিয়া। র‌্যা'­ব-৩ জানায়, ডেম'রা থা'নাধীন এসএইচএস হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিকের চেয়ারম্যান শওকত হোসেন সুমন নিজেকে চিকিৎসক ...